যেখানে থাকবে সুন্দরবন বেষ্টিত অনেক দ্বীপ ভিজিট, সম্পূর্ন এ্যাডভেন্চার ম্যাগ্রোভ ফরেষ্ট এর ভিতরে, সাথে নদী, বন্য প্রানী, হরিণ, কুমির, বানর, রয়েল বেঙ্গল টাইগার, দুটি সমুদ্র সৈকত যেখানে একদিকে গভির জঙ্গল আর একদিকে গভির সমুদ্র, রাতে বার্বিকিউ নাইট, নানা ধরনের সামুদ্রিক মাছ চিংড়ি, কাঁকড়া দিয়ে অনেক ধরনের মজার খাবার তো আছেই। সুন্দরবনের খাঁটি মধু,রাতে নিরাবতার মাঝে ঝিঝি পোকার ঝিঝি শব্দ/ রাতে ঘুমাবার সময় নদীর জ্বলে ছল ছল শব্দ আবার রাতের অন্ধকারে জোনাকি পোকার মিট মিটে আলো, আকাশ ভরা ঝলমলে তাঁরা আর চাঁদ, কারন নদীর বুকেই জাহাজের ভিতরে আমাদের রাত যাপন হবে। আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের এই ট্রুর প্রোগ্রামে।
বিদ্রুপঃ যেকোন সংখার ট্রুর প্রোগ্রাম প্যাকেজ করা হয়। এবং সাথে প্রতি রাতে বাংলা সংস্কৃতির গান এবং বাজনার ব্যবস্থা থাকবে।